মোশাররফ হোসেনের স্ত্রী’ ফারহানা আহমেদ জানান, তার স্বামী বারইয়াহাটে হার্ডওয়ারের ব্যবসা করেন। বাবার দেয়া ব্যবসার পুঁজি ও ভাইদের থেকে ধার করা অন্তত ৫০ লক্ষ টাকা আর পাশের গ্রামের নাজমা ও তার প্রবাসী স্বামীর ২০ ভরি স্বর্ণালংকার ও অর্ধকোটি নগদ টাকা নিয়ে দু’জনে পালিয়ে গেছেন। নাজমা’র প্রবাসী স্বামী শহিদ উল্লাহ বলেন, নাজমাকে
বিয়ের পর শপথ করিয়েছিলাম কোনো দিন আমাকে ছেড়ে আবার পালাবে না বলে। কিন্তু নিষ্ঠুর এই মহিলা আমাকে ছেড়ে গেলো। তবে তিনি এখনো ফিরে এলে তাকে গ্রহণ করবেন বলে জানান। এসময় তাদের ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা দেন তিনি। আবার মোশাররফের স্ত্রী’ ফারহানা আহমেদ বলেন, আমাদের কন্যা মাদিহা (৪) প্রতিদিন বাবার জন্য কাঁদছে। সন্তানের কা’ন্না আর আর্তনাদের দিকে তাকিয়ে আমি আমা’র স্বামীকে ফিরে পেতে চাই। এই বিষয়ে জো’রারগঞ্জ থা’নার ত’দন্ত কর্মক’র্তা এসআই শরিফুজ্জামান বলেন, আম’রা দু’জনেরই খোঁজ করছি। আবার যে কেউ আমাদের কাছে তাদের খোঁজ দিতে পারলে আম’রা সর্বাত্মক সহযোগিতা