চট্টগ্রামের মীরসরাই উপজে’লার বারইয়াহাট পৌর বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন প্রবাসীর স্ত্রী’কে নিয়ে গত ৩ সপ্তাহ ধরে উধাও রয়েছেন। এই ঘটনায় দুই থা’নায় পৃথক অ’ভিযোগ দায়ের করা হয়েছে। খুঁজে না পাওয়ায় তাদের উভ’য়ের পরিবারই উদ্বিগ্ন হয়ে পড়েছে। সন্ধান চাইছে উভ’য় পরিবার। মোশাররফের ৪ বছরের কন্যা সারাদিন বাবাকে
খুঁজছে বলে জানান তার স্ত্রী’ ফারহানা আহমেদ। মীরসরাই উপজে’লার জো’রারগঞ্জ ও পাশ্ববর্তী ফেনী থা’নায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, ফেনীর ফরহাদ নগর গ্রামের ভোরবাজারের পাশ্ববর্তী সৌদি প্রবাসী শহিদ উল্লাহ’র স্ত্রী’ নাজমা বেগমকে (৩৬) চৌদ্দ বছরের একটি পুত্র সন্তানসহ বছর খানেক আগে বিয়ে করেন সৌদি প্রবাসী শহিদ উল্লাহ। ইতিপূর্বে তিনজনের সাথে সংসার করেন নাজমা। কিন্তু বছর না যেতেই একই গ্রামের এক কন্যা সন্তানের জনক মোশাররফ হোসেনের (৩৫) সাথে পালিয়ে যান নাজমা বেগম।