সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের জেনারেল বলেছেন, রয়্যাল অর্ডারে প্রবাসীদের ইকামার মেয়াদ স্বয়ংক্রিয় ভাবে ৩ মাস বাড়ানো হবে। আর এই সুযোগ শুধু তারাই পাবে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। এই মাসের শুরুতে, বাদশাহ সালমান অভিবাসী কর্মীদের মেয়াদোত্তীর্ণ এক্সিট, রি-এন্ট্রি ভিসা বিনামূল্যে আরও তিন মাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন।আরও
পড়ুন>> সৌদিতেও বাংলাদেশিদের ক্রাই’ম, জেনে নিন প্রবাসী ভাইরা ছবিগুলো ভালো করে দেখার অনুরোধ। প্রথম এবং দ্বিতীয় ছবির কথা নিয়ে একটু পরেই বলি।এরপর হাত-পা বাঁ’ধা অবস্থায় যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই সৌদি প্রবাসী।তাদের কোনো-না-কোনোভাবে অ’পহ’রণ করা হয়েছে, অ’পহর’ণ করে তাদের কাছ থেকেআদায় করা হয়েছে