সিঙ্গাপুরে নতুন ৩০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত। আজকে 26 জানুয়ারি (দুপুর ১২ টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে আজকে নতুন ৩০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় এবং গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে আরোও ২২ জন। আজকে আক্রান্তের মধ্যে ৪ জন কমিউনিটির এবং ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷ বাকি ২৬ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে
ছিলেন। এর আগে গতকালে আ’ক্রান্তের সংখ্যা অনেকটাই কম ছিলো। গতকাল (১৮ জানুয়ারি) করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ১৪ জন যা আজকের তুলনায় অনেকটাই কম। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৯১৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত সিঙ্গাপুরে করোনাভাইরাস থেকে মোট সুস্থ হয়েছে ৫৮ হাজার ৮৬৮ জন। এবং দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুর সংখ্যা ২৯ জন। দেশটিতে এ বছরে (১৪ জানুয়ারি) সবচেয়ে আ’ক্রান্তের সংখ্যা বেশি শনাক্ত হয়, সেদিন ৪৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলো। অন্যদিকে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ৭৫ হাজার ৭৫ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মারা গেছেন ২০ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। আর এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৬ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ৪৪৩ জন। তথ্য :ওয়ার্ল্ডোমিটারের