৭৪৭-৪০০ ফ্রেইটারের মাধ্য’মে এসকিউ ৭৯ ৭৯ ফ্লাইট ৯ ফ্লাইটে পরিবহন করা হয়েছিল, যা রবিবার ব্রাসেলস থেকে ছেড়ে আজ সোমবার সন্ধ্যা ৭ঃ৩৬ টায় সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে পৌঁছেছে। সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী Ong ye kung জানিয়েছেন, ইতোমধ্যে Covid-19 ভ্যাক্সিন এর প্রথম চালানকে যথাযথভাবে সংরক্ষে’নের কাজ শুরু করে দিয়েছে সিঙ্গাপুর সরকার। তিনি আরো বলেন “”
আমাদেন সক্ষমতা রয়েছে ভ্যাক্সিনটি যথাযথ সংরক্ষন করা এবং বিতরন করার। ঘরের ম’ধ্যে পর্যাপ্ত শুকনো বরফ এই ফাইজার ভ্যাক্সিনটিকে -৭০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষন করতে সক্ষম হবে বলে তিনি জানিয়েছেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী তাঁর ফেইসবুক প্রোফাইলে একটি আবেগঘন স্টেটাসের মাধ্যমে জানিয়েছেন -“”ভ্যাকসিনের প্রথম চালান সিঙ্গাপুরে ফ্লাইট এসকিউ 79 79 ফ্লাইট ৯ এ পৌঁছেছে দেখে আমি অত্যান্ত আনন্দিত- এটি একটি স্বাগত ‘উপস্থাপনা’ যা আম’রা সবাই প্রত্যাশী ছিলাম! স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ, যা ভ্যাকসিনগুলোর সুরক্ষা এবং কার্যকারিতা নিশ্চিত করেছে, স্বাস্থ্য মন্ত্রনালয়, সিঙ্গাপুর,
পাবলিক সার্ভিস লিডার এবং অফিসাররা যারা ভ্যাকসিনগুলোতে আমাদের প্রাথমিক প্রবেশাধিকার সুরক্ষিত করতে সহায়তা করেছিল, তাদের জন্যে আমা’র গভীর কৃতজ্ঞতা এবং আমাদের লজিস্টিক কর্মীদের যারা তাদের এখানে পরিবহন করতে সহায়তা করেছিল। মাল্টি-মন্ত্রণালয়ের টাস্কফোর্স