মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রনালয় অভিবাসী কর্মীদের সুবিধার জন্য একটি নতুন অনলাইন প্লাটফর্ম তৈরী করবেন যেখানে সরকার ও কর্মীদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম হিসেবে কাজ করবে। আর এই মাধ্যম হিসেবে মানবসম্পদ মন্ত্রী একটি উন্নত মোবাইল অ্যাপ তৈরি করবে যা সহজেই প্রবাসী কর্মী ও স্থানীয় কর্মীরা ব্যবহার করতে পারবে। মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বলেছেন,
আগামী ১১ই জানুয়ারি যে পদ্ধতি চালু হওয়ার কথা রয়েছে তা নিয়োগকর্তা বা কোম্পানি মালিকদের কোনো ধরনের অকল্যাণ মূলক কাজ বা শ্রমিকদের সুবিধাবঞ্চিত করা হলে সরাসরি সরকারকে জানানোর সুযোগ তৈরী হবে। এতে কর্মী এবং সরকারের মধ্যে যোগাযোগের ব্যবস্থাটি সুদৃঢ় হবে।