সিঙ্গাপুরে নতুন ১০ জন করোনায় আ’ক্রান্ত ব্যক্তি শনাক্ত, আজকে 29 ডিসেম্বর(দুপুর ১২ টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে আজকে নতুন ১০ জন করোনায় আ’ক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। , সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮৫১৯ জন করোনাভাইরাসে আ’ক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আ’ক্রান্তদের সবাই বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন৷ কমিউনিটি
এবং ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি। এখন পর্যন্ত সিঙ্গাপুরে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ জন। গত কয়েকদিনে সিঙ্গাপুরে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যাঃ ২৫/১২/২০ : ১৪ জন। ২৪/১২/২০ : ১৩ জন৷ ২৩/১২/২০ : ২১ জন৷ ২২/১২/২০ : ২৯ জন৷ ২১/১২/২০ : ১০ জন৷ ২০/১২/২০ : ১৯ জন৷Edit